ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৭ মে কয়েক ঘণ্টার জন্য দেশটির সম্পূর্ণ আকাশসীমা বন্ধ থাকবে।
বিদ্যুৎ সমস্যা সমাধান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ জটিলতায় গত সোমবার ভোগান্তির শিকার হয় ফিলিপাইনের ৯ হাজারের বেশি বিমান যাত্রী।
১৭ মে রাত ১২ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার কাজ করা হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।এ জন্য দেশটি ফ্লাইট পরিচালনা করা ৪৩টি বিমান সংস্থার সাথে আলোচনায় বসবে ফিলিপাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ। সেখানেই ঠিক করা হবে এই ছয় ঘণ্টায় বাতিল হওয়া বিমানের ফ্লাইটগুলো কিভাবে পুনর্বিন্যস্ত করা যায়।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল