৮ মে, ২০২৩ ০৪:২৭

ভারতে হাউসবোট ডুবি, গেল ২০ প্রাণ

অনলাইন ডেস্ক

ভারতে হাউসবোট ডুবি, গেল ২০ প্রাণ

সংগৃহীত ছবি

ভারতের কেরালা রাজ্যে হাউসবোট (পর্যটক বহনকারী বিশেষ ধরনের নৌকা) ডুবে নারী ও শিশুসহ অন্তত ২০ জন মারা গেছে। এনডিটিভির খবর বলছে, এই দুর্ঘটনার সময় হাউসবোটটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। 

রবিবার সন্ধ্যায় মালাপ্পুরাম জেলার তানুরের তুভালথিরাম সৈকতে এ দুর্ঘটনাটি ঘটেছে।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান জানিয়েছেন, বিভিন্ন হাসাপাতাল থেকে পাওয়া খবর থেকে ২০ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। তাদেরকে হাউসবোটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল।

স্কুল ছুটি থাকায় এই মানুষেরা ঘুরতে বেরিয়েছিলেন। ধারণা করে হচ্ছে এখনও কয়েকজন আটকা পড়ে আছেন। তবে আপাতত দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর