১৪ মে, ২০২৩ ১৫:৩৩

মিয়ানমারের রাখাইনে মোখার আঘাত (ভিডিও)

অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইনে মোখার আঘাত (ভিডিও)

সংগৃহীত ছবি

অতিপ্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার প্রভাব মিয়ানমারে পড়তে শুরু হয়েছে।

আজ রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে দেশটির রাখাইন রাজ্যের রাজধানী সিট্যুয়েতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে একটি মোবাইল টাওয়ারসহ বৈদ্যুতিক খুঁটি ও গাছ-পালা ভেঙে হেছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাউ’র খবরে বলা হয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটের পর যখন ঘূর্ণিঝড়টি সিট্যুয়েতে আঘাত হানে। তখন এর প্রভাবে গাছা-পালা উপড়ে যায়। এমনকি বাতাসের তীব্র গতির কারণে বাড়ি-ঘরও কেঁপে ওঠে।

মিয়ানমারের আবহাওয়া দপ্তর দুপুর সাড়ে ১২টার দিকে জানিয়েছিল, ঘণ্টায় ২২০ কিলোমিটারের বেশির ঝড়ো হাওয়া নিয়ে রাখাইনের সিট্যুয়ের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে। ওই সময় সংস্থাটি আরও জানিয়েছিল, বেলা ১১টা ৩০ মিনিটে সিট্যুয়ে থেকে ঝড়টি ৮০ মাইল দক্ষিণ-পূর্ব, মুংডো থেকে ৮৫ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং রাখাইনের কাইয়াফ্যু থেকে ১০০ মাইল পূর্ব দিকে অবস্থান করছিল।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর