১৬ মে, ২০২৩ ১৫:৫৫

বাল্টিক সাগরে ফ্রান্স-জার্মানির বিমান তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

বাল্টিক সাগরে ফ্রান্স-জার্মানির বিমান তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

রাশিয়া বাল্টিক সাগরে সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ জার্মানি ও ফ্রান্সের দুটি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে। স্থানীয় সময় সোমবার রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মস্কোর দাবি, আকাশসীমা লঙ্ঘন করায় ওই যুদ্ধবিমানকে এসইউ-২৭ নামের সামরিক বিমান দিয়ে ধাওয়া করা হয়।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ান ফেডারেশন সীমান্ত থেকে বিদেশি সামরিক বিমানগুলোকে সরিয়ে দেওয়ার পরে রুশ যুদ্ধবিমান নিরাপদে তার বিমানঘাঁটিতে ফিরে আসে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বাল্টিক সাগরে জার্মানির পি- থ্রিসি অরিয়ন জার্মান বিমান ও ফ্রান্স নৌবাহিনীর আটলান্টিক টু বিমানকে ধাওয়া করে রুশ যুদ্ধ বিমান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক নিয়ম অনুসারে রুশ যুদ্ধবিমান অপারেশনটি সম্পন্ন করেছে। গত মার্চে কৃষ্ণ সাগরে একটি মার্কিন ড্রোন ধ্বংস করে রাশিয়ার যুদ্ধবিমান।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর