ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে সংশিষ্টতার অভিযোগে চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন প্রশাসন।
এছাড়াও ইরান ও হংকংয়ের বেশ কয়েকজন ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক নেটওয়ার্ককে সমর্থনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেটওয়ার্কটি লেনদেন পরিচালনা করেছে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কাছে সংবেদনশীল তথ্য ও প্রযুক্তি সরবরাহ করেছে। ইরানের সংস্থাগুলোর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে।
নতুন নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বেইজিংয়ে ইরানের প্রতিরক্ষা অ্যাটাচ দাউদ দামঘানি। মার্কিন অর্থ মন্ত্রণালয় তাকে ইরানের শেষ ব্যবহারকারীদের জন্য চীন থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের সমন্বয়ের জন্য অভিযুক্ত করেছে। সূত্র: রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট, আল মনিটর, আরব নিউজ, মিডল ইস্ট আই, টাইমস অব ইসরায়েল, এপি
বিডি প্রতিদিন/কালাম