বাখমুতের কাছাকাছি এলাকার কিছু অংশ আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। গত কয়েক মাসের লড়াইয়ের পর বাখমুতের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া।
ইউক্রেনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় মুখপাত্র সেরহি চেরেভাতি শনিবার জানিয়েছে তাদের সেনারা গত ২৪ ঘণ্টায় বাখমুতের কাছাকাছি এলাকায় ১.২ কিলোমিটার ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
এই সেনা কর্মকর্তা বলেছেন, ‘আমরা শত্রুদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে এগিয়ে চলেছি। যারা ওই এলাকা দখল করেছে তারা পুরো এলাকা নিয়ন্ত্রণে নিতে পারেনি। তারা পুনরুদ্ধার কাজেও ব্যর্থ হচ্ছে, সহযোগিতাও পাচ্ছে না। আমরা আক্রমণ করছি।'
এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের সেনাদের আক্রমণ প্রতিহত করে সামনের দিকে এগিয়ে চলেছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল