২৬ জুন, ২০২৩ ১২:০৭

ভারতে দুই বাসের সংঘর্ষ, একই পরিবারের সাতজনসহ নিহত ১২

অনলাইন ডেস্ক

ভারতে দুই বাসের সংঘর্ষ, একই পরিবারের সাতজনসহ নিহত ১২

ভারতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। তার মধ্যে একই পরিবারের সাতজন রয়েছেন। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও সাতজন। ইতিমধ্যেই তারা হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার দিবাগত রাতে  উড়িষ্যা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

জানা গেছে, উড়িষ্যার বেরহামপুরের কাছাকাছি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বাসবোঝাই আত্মীয়রা। গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার সময়েই এ দুর্ঘটনা ঘটে। বেরহামপুর-তপ্তপানি রোডের উপরেই অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে বিয়েবাড়ির বাসটির।

এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছে। এছাড়াও বাসের সংঘর্ষে আহত হয়েছেন আরও সাতজন। ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালে তারা চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনার কথা জানতে পেরেই টুইটে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়, মৃতদের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে জানা গেছে, আহতদের প্রত্যেকের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে স্পেশাল রিলিফ কমিশন।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর