২৫ জুলাই, ২০২৩ ১৪:১১

কেন ভারতীয় নাগরিককে প্রশংসায় ভাসালেন ডিক্যাপ্রিও?

অনলাইন ডেস্ক

কেন ভারতীয় নাগরিককে প্রশংসায় ভাসালেন ডিক্যাপ্রিও?

তিন বছর আগে একটি বিরল প্রজাতির মাছ আবিষ্কার করেছিলেন ভারতীয় নাগরিক আব্রাহাম। সেই ঘটনায় সম্প্রতি তার প্রশংসা করেছেন টাইটানিক সিনেমার নায়ক ও হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

২০২০ সালে কেরালার নিজ বাড়িতে কূপ থেকে তোলা বালতির পানিতে গোসল করতে গিয়ে একটা লাল সুতোর মতো বস্তু দেখতে পান আব্রাহাম। এরপর লক্ষ্য করলেন সেই লাল সুতা নড়াচড়া করছে।

এরপর অবসরপ্রাপ্ত এই আধাসামরিক বাহিনীর সদস্য মাছটিকে নিয়ে গেলেন কেরালা বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র গবেষণা বিভাগের অধ্যাপক ডক্টর বিনয় থমাসের কাছে। তিনিই এই মাছের নতুন প্রজাতিটিকে শনাক্ত করেন। 

নতুন চিহ্নিত মাছটির নাম দেওয়া হয় পাথালা ইল লোচ। এই মাছ সাধারণত ভূগর্ভস্থ পানির নীচে বসবাস করে। প্রথম মাছটি পাওয়ার পর আব্রাহামের কূপ ও ট্যাংকের পানিতে আরো চারটি একই প্রজাতির মাছের দেখা পান কেরালা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।   

দৃষ্টিগোচর হতেই আব্রাহামের এই আবিষ্কারের প্রশংসা করেছেন ডিক্যাপ্রিও। মাছটির একটি রঙীন ছবিও পোস্ট করেছেন এই হলিউড সুপারস্টার। 

ছবির ক্যাপশনে ডিক্যাপ্রিও লিখেছেন, আমাদের চারপাশ ঘিরেই আছে প্রাকৃতিক প্রাণীরা। আমরা স্বাভাবিক কোনো দিনেই এমন নতুন প্রজাতি আবষ্কিার করে বসি। 

ডিক্যাপ্রিও তার পোস্টে কী করে নাগরিক বিজ্ঞান গবেষকদেরকে ভূগর্ভস্থ বাস্তুতন্ত্র সম্পর্কে জানতে সাহায্য করছে সে বিষয়েই গুরুত্বারোপ করেছেন। 


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর