২৯ জুলাই, ২০২৩ ২০:১১

থাইল্যান্ডে আতশবাজির গুদামে আগুন, নিহত ৯

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে আতশবাজির গুদামে আগুন, নিহত ৯

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি বাজারে আতশবাজি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ১১৫ জনের বেশি মানুষ।

সুনগাই কোলোক এলাকার ওই গুদামটিতে স্থানীয় সময় দুপুর তিনটার দিকে আগুন লাগে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এ জন্য ওয়েল্ডিং কার্যক্রম দায়ী।  বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বাজারের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সূত্র: বিবিসি

 
বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর