প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছে মেক্সিকো। ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে ক্লডিয়া শেইনবামকে চূড়ান্ত করা হয়েছে। তিনিই আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্লডিয়া সামনের নির্বাচনে জোচিলত গালভেজের বিরুদ্ধে লড়বেন। যিনি দেশটির বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন। গালভেজকেই তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিরোধীরা। ফলে যেই নির্বাচিত হোক নারী প্রেসিডেন্টই পেতে চলেছে মেক্সিকানরা।
৬১ বছর বয়সী ক্লডিয়া একজন প্রশিক্ষিত বিজ্ঞানী। তিনি বামপন্থী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদোর মিত্র হিসেবে পরিচিত।
ক্লডিয়া সমর্থকদের বলেছেন, আমি ২০২৪ সালে জিতবো।
দলের অভ্যন্তরের নির্বাচনে পাঁচ নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ক্লডিয়া। তার দল মোরেনা পার্টি বিষয়টি নিশ্চিত করেছে। ১৯৮০’র দশকে ছাত্র রাজনীতে আসেন ক্লডিয়া। তিনি মেক্সিকো সিটির পরিবেশ সচিব হিসেবেও কাজ করেছেন।
২০১৮ সাল থেকে তিনি নিজেই মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি সম্প্রতী পদ ছেড়েছেন।
গালভেজও একজন স্পষ্টভাষী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। আদিবাসী শেকড় থেকে উঠে আসা এই নারীকেই সরকার দলকে কুপোকাত করতে কাজে লাগাতে চায় বিরোধীরা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল