চাঁদে সফল অভিযানের পরই সূর্যের উদ্দেশে মহাকাশযান আদিত্য এল-১ পাঠিয়েছে ভারত। আজ এটি পৃথিবী ও চাঁদের ছবি পাঠিয়েছে। সাথে তুলেছে নিজের সেলফিও।
পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরের এল-১ এর উদ্দেশে ছুটছে আদিত্য।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো টুইটারে আদিত্যর পাঠানো ছবি প্রকাশ করেছে।
ইসরো জানিয়েছে, আদিত্য এল-১ সূর্য-পৃথিবীর এল-২১ পয়েন্টের দিকে যাচ্ছে। এটি একটি সেলফি তুলেছে। সাথে পাঠিয়েছে পৃথিবী ও চাঁদের ছবি।
ইসরোর প্রকাশ করা ভিডিওতে সূর্যযানের ভিইএলসি (VELC) ও এসইউআইটি (SUIT) পেলোডটি দেখা যাচ্ছে। ৪ সেপ্টেম্বর নিজের মধ্যে থাকা ক্যামেরার সাহায্যে সেলফিটি তুলেছে আদিত্য-এল১। অন্যদিকে একই দিন ওই একই ক্যামেরার সাহায্যে ধরা পড়েছে পৃথিবী ও চাঁদের ছবিও। বিরাট আকারের নীল পৃথিবী ধরা পড়েছে সৌরযানের ক্যামেরায়। ছোট হলেও ওই ছবিতে দৃশ্যমান চাঁদ। একটি হলুদ অ্যারোর সাহায্য চাঁদকে চিহ্নিত করেছে ইসরো।
৫ সেপ্টেম্বর ভোরের এক পরীক্ষায় উত্তীর্ণ হয় আদিত্য-এল১। দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করে সফল ভাবে। ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সৌরযানের হাল হকিকত স্বাভাবিক রয়েছে। সব যন্ত্রাংশও ঠিক আছে। ধাপে ধাপে পৃথিবী থেকে আরও দূরে চলে যাচ্ছে এই সৌরযান।
এর আগে প্রথমবার ৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে আদিত্য-এল১। এরপর ৫ সেপ্টেম্বর ভোর রাতে ৩টার দিকে সফল ভাবে কক্ষপথ পরিবর্তন করে আদিত্য মহাকাশযান। পৃথিবী থেকে আরও কিছুটা দূরে চলে গিয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল