ইউক্রেনকে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করার মার্কিন পরিকল্পনাকে ‘অমানবিকতার সূচক’ উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে প্রথমবারের মতো ইউরেনিয়াম অস্ত্র সরবরাহের মার্কিন প্রতিশ্রুতির পর ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস থেকে এ মন্তব্য করা হয়। খবর সিএনএনের।
রাশিয়ার দূতাবাস বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অমানবিকতার একটি সূচক। ‘কৌশলগত পরাজয়’ ঘটানোর ধারণার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনের পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রস্তুত।
ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার একটি উপজাত।
পারমাণবিক বিশেষজ্ঞ এবং নীতি গবেষক অ্যাডওয়ার্ড জিস্ট বলেন, এগুলোতে কিছু তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকলেও পারমাণবিক অস্ত্রের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল