ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নয় মাসের মধ্যে প্রথমবারের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই নেতা ইউক্রেনীয় শরণার্থীদের ইসরায়েলে থাকা এবং অব্যাহত সহায়তা এবং নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন।
নেতানিয়াহু ইউক্রেনের উমানে বর্তমান নাম রোশ হাশানাতে ইসরায়েলের উপাসকদের ভ্রমণের বিষয়টিও তুলে ধরেন।
বিডিপ্রতিদিন/কবিরুল