ইউক্রেন যুদ্ধের সময় রুশ সেনাবাহিনীতে কাজ করার প্রলোভন দেখিয়ে মানব পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিউবার কর্তৃপক্ষ ১৭ জনকে গ্রেফতার করেছে।
চলতি সপ্তাহের শুরুতে কর্তৃপক্ষ জানায়, তারা কিউবার মাটিতে ও রাশিয়ায় পরিচালিত নেটওয়ার্কটিকে ‘নিষ্ক্রিয় ও ধ্বংস’ করার জন্য কাজ শুরু করেছেন।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্নেল সিজার রদ্রিগেজ বৃহস্পতিবার রাতে এক টিভি অনুষ্ঠানে বলেন, ‘তদন্তের ফলে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে এই কার্যক্রমের অভ্যন্তরীণ সংগঠকও রয়েছেন।
প্রসিকিউটর জোসে লুইস রেয়েস বলেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে।
রাশিয়ার সাথে কিউবার শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক সমস্যা থেকে বাঁচতে কিউবার অভিবাসীদের জন্য দীর্ঘকাল ধরে একটি অপরিহার্য গন্তব্য রাশিয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল