নেদারল্যান্ডসে ২ হাজার ৪০০ জন জলবায়ু কর্মীকে আটক করেছে পুলিশ। হেগের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করার পর তাদের আটক করা হয়। জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি শিল্পে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে শনিবার নেদারল্যান্ডসের একটি মহাসড়কে বিক্ষোভে নামেন হাজার হাজার জলবায়ু কর্মী। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। মূলত রাস্তা বন্ধ করে বিক্ষোভ না করতে কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করেন জলবায়ু কর্মীরা।
কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী এ১২ হাইওয়ে ধরে হেগের দিকে মিছিল শুরু করেন। পরে পুলিশ জলকামান ব্যবহার করে এবং ২৪০০ জলবায়ু কর্মীকে আটক করে।এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা ২৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। আটদের মধ্যে নাবালক শিশুও আছে। জলকামান ব্যবহারের ঘটনায় কারও আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ