১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৩৮

পুতিনকে আশ্বস্ত করলেন লুলা, ব্রাজিলে গেলে গ্রেফতার করা হবে না

অনলাইন ডেস্ক

পুতিনকে আশ্বস্ত করলেন লুলা, ব্রাজিলে গেলে গ্রেফতার করা হবে না

আগামী জি ২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। সদ্য শেষ হওয়া ভারত সম্মেলনে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেন পুতিন এসব সম্মেলন এড়িয়ে চলছেন তার একটা কারণ অবশ্য জানা গেল ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার কথায়। 

লুলা বলেছেন, পরবর্তী বছরের রিও ডি জেনেরিও’র জি ২০ সম্মেলনে যোগ দিলে পুতিনকে গ্রেফতার করা হবে না।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেছেন, সামনের জি ২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে।

লুলা বলেছেন, ‘আমি বিশ্বাস করি পুতিন সহজেই ব্রাজিল যেতে পারেন।’ ‘আমি আপনাকে বলতে পারি যদি আমি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি এবং তিনি ব্রাজিলে আসেন, তবে তাকে গ্রেফতার করার কোনো পথ নেই।’

ইউক্রেন ইস্যুতে পুতিনকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর