ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান বলেছেন, বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদিদের লক্ষ্যবস্তুতে দুই ডজনেরও বেশি হামলার চেষ্টা চালিয়েছে ইরান। সেই হামলা প্রতিহত করা হয়েছে। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ইরানের অপরাধীদের খুঁজে বের করতে ইসরায়েল ‘তেহরানের কেন্দ্রস্থলে’ হামলা চালাতে প্রস্তুত।’
এক নিরাপত্তা সম্মেলনে ডেভিড বার্নিয়া বলেন, ইসরায়েল ও তার মিত্ররা গত এক বছরে ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকায় ২৭টি হামলা ব্যর্থ করে দিয়েছে।
রাইখম্যান ইউনিভার্সিটিতে এক সম্মেলনে বার্নিয়া বলেন, ‘ইসরায়েলিদের ওপর যে সব ষড়যন্ত্র করা হয়েছে, সেগুলো ইরানের পরিকল্পিত, ইরানিরা মাস্টারমাইন্ড ও তেহরান পরিচালিত।’
তিনি বলেন, আমাদের বার্তা জোরালো, স্পষ্ট এবং দৃঢ়প্রতিজ্ঞ। ভুল করবেন না, আপনারা যারা আক্রমণকারী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চিত যে আমরা আপনার কাছে পৌঁছে যাব এবং ন্যায়বিচার করব যা সবাই দেখবে। এটি অতীতে প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতে আমরা পরবর্তী স্তরে উন্নীত করব।
বার্নিয়া বলেন, ষড়যন্ত্রে জড়িত এজেন্টদের পাশাপাশি তাদের পাঠানো কমান্ডারদের অনুসরণ করবে ইসরায়েল। মূল্য পরিশোধ করা হবে ইরানের গভীরে, তেহরানের কেন্দ্রস্থলে হামলা চালানোর মাধ্যমে।
ইসরায়েলের ধ্বংস কামনার জন্য ইরানের আহ্বান এবং ইসরায়েলের সীমান্তে শত্রু গোষ্ঠীর প্রতি সমর্থনের কথা উল্লেখ করে ইসরায়েল ইরানকে তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলেও অভিযোগ এনেছে ইসরায়েল - যে অভিযোগ ইরান অস্বীকার করেছে। অন্যদিকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পরমাণু স্থাপনায় হামলা, পরমাণু বিজ্ঞানীদের হত্যার অভিযোগ এনেছে। যদিও ইসরায়েল এ ধরনের অভিযানের বিষয়ে খুব কমই মন্তব্য করে। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল