চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের ওপর চাপ বাড়ছে। একজন সংসদীয় গবেষককে চীনের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে গ্রেফতার করার পর এই দাবি আরো জোরালো হচ্ছে।
কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ এমপি চীনকে ‘হুমকি’ হিসেবে নথিভুক্ত করার দাবি তুলেছে। তাদের সাথে কয়েকজন মন্ত্রীও এই দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও চীনের হস্তক্ষেপের বিষয়ে জি-টোয়েন্টি সম্মেলনে উদ্বেগ জানিয়েছেন।
তবে চীন ব্রিটিশদের এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। বেইজিং কলুষিত অপবাদ হিসেবে অ্যাখ্যা দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা যুক্তরাজ্যকে মিথ্যা খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল