আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন সফরে যাবেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ বিষয়ে প্রস্তুতি চলছে। সফরের সময় তিনি চীন সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে বৈঠক করবেন।
লেবাননের দৈনিক আল আখবার পত্রিকা রবিবার জানিয়েছে, এই সফরে প্রেসিডেন্ট আসাদ শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের শীর্ষ নেতারা থাকবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে লেবাননের এ পত্রিকা জানিয়েছে, আসন্ন এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চীনা প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন। সম্ভাব্য এই বৈঠককে চীন ও সিরিয়ার মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সফরের মধ্যদিয়ে পরিষ্কার হবে যে, সিরিয়াসহ মধ্যপ্রাচে চীনের শক্তিশালী ভূমিকা রয়েছে এবং বেইজিং নিজের অবস্থান ধরে রাখতে চায়।
১২ বছর আগে সিরিয়ায় যখন উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বর্বরতা শুরু হয় এবং আমেরিকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করছিল তখন চীন দামেস্কের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়। এরপর এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্র : সিরিয়ান অবজারভার।
বিডি-প্রতিদিন/বাজিত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        