হারিয়ে যাওয়া এফ-৩৫ যুদ্ধ বিমানের খোঁজ পেতে স্থানীয় বাসিন্দাদের কাছে সাহায্য চেয়েছে মার্কিন সামরিক বাহিনী। রবিবার ওই বিমানটি নিখোঁজ হয়ে যায়।
জানা যায়, বিমানের পাইলট প্যারাস্যুট ব্যবহার করে নিরাপদে বিমানটি থেকে বেরিয়ে যাওয়ার পর এটিকে আর খুঁজে পাওয়া যায়নি। সাউথ ক্যালিফোর্নিয়ার আকাশে ওড়বার সময় এই ঘটনা ঘটে।
ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তবে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।তবে বিমানটিতে কী ঘটেছিল তা এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বিমানটি দুর্ঘটনার শিকার হতে পারে।
বিডি প্রতিদিন/নাজমুল