সিরিয়ার বিরুদ্ধে সকল ‘অবৈধ ও একতরফা’ নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীন ও সিরিয়ার যৌথ বিবৃতির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার এই খবর প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, চীন সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত বাহিনীর হস্তক্ষেপ এবং সিরিয়ায় অবৈধ সামরিক উপস্থিতির বিরোধিতা করে।।
যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য দেশের বিরুদ্ধে বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণসহ সব ধরনের আধিপত্য ও ক্ষমতার রাজনীতির তীব্র বিরোধিতা করে।বিডিপ্রতিদিন/কবিরুল