ইউক্রেনে পৌঁছাল যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শিগগিরই এই ট্যাংক ইউক্রেনের ব্রিগেডে যুক্ত হবে।
জেলেনস্কি বলেন, চুক্তি পূর্ণ করার জন্য মিত্রদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা নতুন চুক্তির জন্য অপেক্ষা করছি। এছাড়া সরবরাহ বাড়ানো নিয়েও কাজ চলছে।
যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে আব্রমস ট্যাংকের প্রথম ব্যাচ ইউক্রেনে পাঠানো হয়েছে। এতে ৩১টি ট্যাংক রয়েছে। এটা ইউক্রেনের পদাতিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে।রুশ বাহিনীর দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে গত জুলাইয়ের শুরুর দিকে পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ। এর আগে পশ্চিমা দেশগুলো এ হামলার জন্য ইউক্রেনের বেশ কয়েক ব্যাটালিয়ন সেনাকে প্রশিক্ষণ দেয়। পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুত কিছু অস্ত্রও হাতে পায় কিয়েভ।
চলতি বছরের শুরুতে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াশিংটন। গত ১৮ মাসে ইউক্রেনকে ৪ হাজার ৩০০ কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।
ইউক্রেনীয় বাহিনীর পক্ষে ব্যবহার করা সম্ভব নয়—এমন অভিযোগে শুরুতে আব্রামস ট্যাংক দিতে রাজি ছিল না যুক্তরাষ্ট্র। পরে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের চাপের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল