দখলীকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনি অধিকারকর্মীকে হত্যা করেছে। তার নাম মোহাম্মদ জিবরিল রুমানেহ। তিনি যোদ্ধাগোষ্ঠী হামাসের সদস্য ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে। এতে তিনি নিহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে লিখেছে, আল বিরেহ এলাকায় দখলদার বাহিনীর ছোড়া বুলেটে মারাত্মক আহত হয়ে মারা গেছেন জিবরিল। এ সময় আরেক ফিলিস্তিনি আহত হয়েছেন।ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নিহত ব্যক্তি হামাসের সদস্য। তিনি তাদের পাগোটের কাছে একটি সামরিক চৌকিতে বোমা ছুড়ে মেরেছিলেন। ওই এলাকায় সক্রিয় সেনারা নিয়মিত অভিযানে সন্দেহভাজনকে শনাক্ত করে এবং সরাসরি গুলি করে জবাব দেয়। অন্য দু’জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: হারেৎজ, সিনহুয়া
বিডি প্রতিদিন/আজাদ