যুদ্ধের পিঠে গৃহযুদ্ধ; বাঁচার লড়াইয়ে গোটা আফগানিস্তান। সেই মৃত্যুপুরীতে আরো করুণ সুর নিয়ে হানা দিয়েছে বিধ্বংসী ভূমিকম্প। এরইমধ্যে হেরাত প্রদেশে দুই হাজারের বেশি প্রাণ কেড়েছে ৬.৩ মাত্রার এই প্রাকৃতিক দুর্যোগ। এখনো ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছেন অনেকে।
তবে আটকা পড়াদের উদ্ধারে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্থানীয় উদ্ধারকারীদের। তাদের কাছে যেমন নেই আধুনিক সরঞ্জাম, তেমন অনেক পথ হয়ে পড়েছে দুর্গম।
অনেক এলাকা ভূমিকম্পের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকারীরাও প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে পরছেন না।হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা যাচ্ছে না চটজলদি। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা জরুরি রসদ সররাহ শুরু করলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দেওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ভূমিকম্পটি হেরাতে আঘাত হানে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মাটির বাড়িতে বসবাস করতেন। ভূমিকম্পের কারণে বাড়িগুলো ভেঙে পড়ায় তাদের অনেকেই চাপা পড়েন।
এখন হেরাতের বাসিন্দারা চোখের কোণে জল নিয়ে অপেক্ষা করছেন কোনো এক মিরাকলের আশায়। কেউ আবার নিজের সবটুকু শক্তি উজাড় করে করছেন স্বজনদের উদ্ধারের চেষ্টা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল