গাজায় ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ইসরায়েলি বোমাবর্ষণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাকে ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে সৌদি আরব।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের উদ্ধৃতি দিয়ে সৌদি পোস্টের এক প্রেতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ তার ব্রিটিশ প্রতিপক্ষ জেমস ক্লিভারলির সঙ্গে বিষয়টি নিয়ে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি বলেন রিয়াদ চায় সামরিক উত্তেজনা অবিলম্বে বন্ধ হোক এবং গাজার অবরোধ তুলে নেওয়া হোক।একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে আগের শান্তি চুক্তির রেজুলেশন বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দিয়েছেন সৌদির শীর্ষ এই কূটনীতিক।
উল্লেখ্য, যুক্তরাজ্য ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ