হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের কিববুৎজ এলাকা হানিতায় ইসরায়েলি ট্যাংকলক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলায় একটি ইসরায়েলি বসতিতে গোলাগুলির খবর পেয়েছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের উত্তর সীমান্তের ২ কিলোমিটার (১.২ মাইল) এর মধ্যে কমপক্ষে ২৮টি বসতি খালি করার নির্দেশ দেওয়ার পর মেটুলাকে সামরিক অঞ্চল ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এই অঞ্চলের পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যা আগে দেখা যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল