রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা করতে পারেন বলে জানা গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে এই খবর জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ।
পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমবার বলেছেন, গাজার মানবিক সংকটের সমাধান চায় রাশিয়া।
মঙ্গলবার পেসকভও বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতার বড় প্রমাণ ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত। পেসকভের মতে, এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
পেসকভ বলেছেন, ‘একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র জরুরি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা এবং ইসরায়েলিদের শান্তি ও নিরাপদে বাঁচার জন্য।
বিডি প্রতিদিন/নাজমুল