জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ইরান এবং হিজবুল্লাহর মতো মিলিশিয়াদের গাজা যুদ্ধে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেছেন।
তেল আবিবে ইসরায়েলি প্রতিপক্ষ ও বিরোধী রাজনীতিবিদ বেনি গান্টজের সঙ্গে বৈঠকের পর বেয়ারবক বলেন, ‘আমি ইরানকে সতর্ক করছি, আমি ইরাকের শিয়া মিলিশিয়াদের সতর্ক করছি, আমি ইয়েমেনের হুতিদের সতর্ক করছি যেন তারা সন্ত্রাসে যোগ না দেয়’। হিজবুল্লাহ যেন লেবাননকে এই সংঘাতের দিকে ঠেলে না দেয়। জার্মানির এই মন্ত্রী ইসরায়েলের প্রতি ‘অবিচল সংহতি’ প্রকাশ করেন।
আল জাজিরার খবর অনুসারে, বেয়ারবক গাজা উপত্যকাকে ‘সম্পূর্ণ অবরোধের’ আওতায় রাখার ইসরায়েলের সিদ্ধান্তেরও সমালোচনা করেন।তিনি বলেন, বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কেবল নতুন সন্ত্রাসবাদের প্রজনন ক্ষেত্রই তৈরি করবে না বরং ইসরায়েলের আরব প্রতিবেশীদের সাথে এখন পর্যন্ত অর্জিত পুনর্মিলনের পদক্ষেপকেও বিপন্ন করবে। কারণ, একটি আঞ্চলিক সংঘাত এখন হুমকিস্বরূপ।
বিডিপ্রতিদিন/কবিরুল