চলমান সংকট নিরসণে মিশরের কায়রোতে জড়ো হয়েছে মধ্যপ্রাচ্যের অনেক দেশের নেতারা। সেই সম্মেলনেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জোরপূর্বক ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বিতাড়ন করা যাবে না।
মাহমুদ আব্বাস বলেছেন, ‘আমার কখনোই স্থানান্তর মেনে নেব না। যতো বাধাই আসুক আমরা আমাদের ভূমিতেই থাকবো।’
পশ্চিম তীরের ক্ষমতাসীন দল ফাতাহর নেতা আব্বাস। আন্তর্জাতিকভাবে তাকেই ধরা হয় ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রধান। যদিও অবরুদ্ধ গাজা উপত্যাকার নিয়ন্ত্রণ রয়েছে স্থানীয় স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে।
কায়রোর শান্তি সমাবেশে জর্ডান, কাতার, ইতালি, স্পেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র অংশ নিয়েছে। তবে সংঘাতের সঙ্গে জড়িত অন্যতম পক্ষ ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র এই শান্তি আলোচনার বাইরে অবস্থান করছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল