গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে প্রতি ১৫ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে। ফিলিস্তিনি একটি বেসরকারি সংস্থা (এনজিও) এই তথ্য জানিয়েছে।
আল জাজিরার খবর অনুসারে, এই পরিসংখ্যান ইসরায়েলের ঘোষিত যুদ্ধে শিশুদের কতটা পীড়িত করছে তার প্রমাণ।
গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় বোমা বর্ষণ শুরুর পর প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত হয়েছে। এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যা দশকের ভেতর ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর আক্রমণ।
ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন এর মুখপাত্র বলেছেন, ‘আমরা এখন একটি গণহত্যা প্রত্যক্ষ করছি।’
বিডিপ্রতিদিন/কবিরুল