মধ্যপ্রাচ্যে থাকা শত শত নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা মাথায় রেখে কাজ করছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘বড় আকার’ ধারণ করলে যুক্তরাষ্ট্র এটা করবে। কারণ, যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন নাগরিকদের ওপর আক্রমণের ঝুঁকি বাড়বে।
ইতোমধ্যে ইরাক এবং সিরিয়ার মার্কিন ঘাঁটিতে একাধিক ড্রোন হামলা হয়েছে। লেবাননে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগ করতে বলেছে বাইডেন প্রশাসন
ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ‘ইসরায়েল এবং লেবাননে অবস্থানকারী সেনারা বিশেষ উদ্বেগের কারণ। দুই দেশের সীমান্তে থেমে থেমে গোলাবর্ষণ চলছে।’
শনিবার ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লার হামলায় এক ইসরায়েলি সেনা নিহতসহ দুইজন বিদেশি কর্মী আহত হয়েছেন। লেবানন সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ইসরায়েল নাগরিকদের অন্যত্র সরিয়ে নিয়েছে।
মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, ‘এটি একটি বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ প্রশাসন খুব, খুব, খুবই চিন্তিত যে, পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে।’
বিডিপ্রতিদিন/কবিরুল