রাজধানী দোহায় কাতারের আমির গাজা সংকট নিয়ে ভাষণ দিয়েছেন। সেই ভাষণের শুরুতেই দুই দেশের সাধারণ মানুষ হত্যার ঘটনাতেই নিন্দা জানিয়েছেন তিনি।
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এমন অভিনয় করছে যে ফিলিস্তিনের শিশুরা মূল্যহীন, তাদের কোনো মুখায়ব নেই, নেই কোনো নামও।
তিনি গাজায় চালানো ইসরায়েলি হামলার বিষয়েও উদ্বেগ জানিয়েছেন। বলেছেন, এই হামলা পুরোপুরি আন্তর্জাতিক আইনের পরিপন্থি।
হামাসের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে গাজায় চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু ও নারী।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল