শুরু থেকে ইসরায়েল বলছে তারা গাজায় স্থল অভিযান চালাবে। কিন্তু এখন পর্যন্ত ইহুদি সেনারা এটা শুরু করেনি।
কিংস কলেজ লন্ডনের সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক আন্দ্রেস ক্রিগ বলেছেন, ‘ইসরায়েল গাজায় স্থল সেনা মোতায়েন করবে কিনা সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো কখন করবে।’
আল জাজিরাকে ক্রিগ বলেন, ‘আমি বুঝতে পারছি না, হামাসকে জবাবদিহির আওতায় আনতে সরকারের ওপর সব ধরনের বাগাড়ম্বর ও চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল কীভাবে সৈন্য না পাঠিয়ে পারবে।
তিনি বলেন, আমরা দেখছি আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) ইতিমধ্যে নার্ভাস হয়ে পড়েছে। সময় তাদের বিরুদ্ধে কাজ করছে। তারা বলছে, ‘আমরা ভেতরে যাচ্ছি না কেন? আমরা কেন সময় নষ্ট করছি?
এই বিশ্লেষক বলেন, ‘প্রশ্ন- ইসরায়েল গাজায় সেনা পাঠাবে কিনা তা নয়। প্রশ্ন হলো কখন। এখানে শুধুমাত্র ইসরায়েলি সেনাদের অভিযান বিবেচনা করা হচ্ছে তা নয়। বরং বৃহত্তর আঞ্চলিক শান্তি বিবেচনা করা হচ্ছে।’
বিডিপ্রতিদিন/কবিরুল