মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজায় আপাতত স্থল অভিযান বিলম্বিত করতে সম্মত হয়েছে ইসরায়েল।
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরাক, সিরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাসহ ওই অঞ্চলে প্রায় ১১টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য পেন্টাগন কাজ করছে।
ডব্লিউএসজের মতে, ইসরায়েলি কর্মকর্তারা এই সপ্তাহের মধ্যে এই সিস্টেমগুলি চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য আমেরিকান অনুরোধে সম্মত হয়েছেন।রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল-গাজা যুদ্ধে মার্কিন সেনাদের টার্গেট করা হলে ওয়াশিংটন পাল্টা জবাব দেবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১৪০০ মানুষ নিহত হয়। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর বোমা বর্ষণে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অর্ধেক নারী ও শিশু। ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র আপাতত সেটা না করতে আহ্বান জানাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল