২৮ অক্টোবর, ২০২৩ ১২:০৫

বিমান হামলায় হামাসের এরিয়াল শাখার প্রধান নিহত, দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

বিমান হামলায় হামাসের এরিয়াল শাখার প্রধান নিহত, দাবি ইসরায়েলের

বিবিসির নিউজের স্ক্রিনশট

বিমান হামলায় ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের এরিয়াল শাখার প্রধান আসেম আবু রাকাবা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।

শুক্রবার রাতভর গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলায় চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এতে তিনি নিহত হন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ দাবি করেছে, হামাস নেতা আসেম আবু রাকাবার নির্দেশেই গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা প্যারাগ্লাইডারে করে ইসরায়েলে ঢুকেছিল এবং ইসরায়েলি সামরিক পোস্টে ড্রোন হামলা চালিয়েছিল।

আইডিএফ’র এর দাবি, “আবু রাকাবা হামাসের ইউএভি (মানবহীন আকাশযান), ড্রোন, প্যারাগ্লাইডার, এরিয়াল ডিটেকশন এবং প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন। তিনি গত অক্টোবর ইসরায়েলে চালানো অভিযানের পরিকল্পনায় অংশ নিয়েছিলেন।” সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর