গাজায় ইসরায়েলি যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছেন হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, গত কয়েক বছর ফিলিস্তিনিরা চরম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে ইসরায়েলের চরমপন্থি সরকারের সময়ে। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা সংঘটিত হওয়া বাধ্যতামূলক ছিল। এটা বিশ্ব বিবেকের মুখোশ উন্মোচন করেছে।
তিনি বলেন, ইতোমধ্যে একাধিক ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলছে। যুদ্ধ নিয়ে তিনি তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবেন বলেও জানিয়েছেন।
হিজবুল্লাহ প্রধান বলেন, আমাদের আসল শক্তি হলো ‘বিশ্বাস’। অস্ত্রের শক্তির আগে আমাদের এই শক্তি আসে।তিনি বলেন. গাজার যুদ্ধের জন্য আমেরিকা পুরোপুরি দায়ী এবং ইসরায়েল কেবল একটি হাতিয়ার। আমেরিকাই জাতিসংঘে যুদ্ধবিরতি বন্ধ করছে
বিডিপ্রতিদিন/কবিরুল