লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে। এতে ইহুদি রাষ্ট্রটির ৬ নাগরিক আহত হয়েছে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হামলা চালিয়েছে যাতে ৬ বেসামরিক নাগরিক আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা সবাই ইসরায়েলের ইলেকট্রিক করপোরেশনের কর্মী। খবর অনুসারে, ডোবেব কমিউনিটি অঞ্চলে এই ঘটনা ঘটে। লেবানন সীমান্ত থেকে এটি আধা কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পর ইসরায়েলি বাহিনী লেবাননের হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।গতকাল শনিবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো বক্তব্য দেন। বক্তব্যে তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল