১৩ নভেম্বর, ২০২৩ ০৬:২২

সিরিয়ায় ইরানি সেনাঘাঁটিতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

সিরিয়ায় ইরানি সেনাঘাঁটিতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

এবার সিরিয়ায় ইরানের দু'টি সেনাঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এবং তাদের সমর্থক গোষ্ঠীর ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।  

এক বিবৃতিতে তিনি বলেছেন, আবুল কামাল ও মায়াদিন শহরের নিকটবর্তী এলাকার প্রশিক্ষণ ও নিরাপদ ডেরা হিসেবে ব্যবহার করা স্থাপনায় ওই হামলা চালানো হয়েছে।

লয়েড আরো বলেছেন, মার্কিন সেনাদের নিরাপত্তা বিধান করার চেয়ে প্রেসিডেন্টের (জো বাইডেন) কাছে বড় প্রাধান্যের আর কোনো বিষয় নেই। আজকের কার্যক্রম বুঝিয়ে দিল যে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র নিজেকে ও তার সেনাদের রক্ষা করবে। 


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর