গাজায় ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের ৪০ দিনে প্রথমবারের মতো উপত্যকাটি জ্বালানিবাহী প্রথম ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ঢুকেছে। বুধবার মিসরের দুটি নিরাপত্তা সূত্র জ্বালানিবাহী ট্রাকের গাজা উপত্যকায় ঢুকে পড়ার তথ্য নিশ্চিত করেছে।
উপত্যকার দাতব্য সূত্রগুলো বলছে, গাজায় মানবিক সহায়তা বিতরণের কাজে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থার ট্রাকের জন্য জ্বালানির প্রয়োজন। ইসরায়েলি কর্তৃপক্ষ প্রথম দফায় ২৪ হাজার লিটার ডিজেল সরবরাহের অনুমতি দেওয়ার পর বুধবার রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে ট্রাক। তবে এসব জ্বালানি গাজার হাসপাতালে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের কয়েক দিন পর ২১ অক্টোবর থেকে গাজায় সীমিত পরিমাণে মানবিক সহায়তা সরবরাহ করা হচ্ছে। মিসরের সাথে গাজার রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে কয়েক দফায় এসব ত্রাণ উপত্যকায় পৌঁছেছে। উপত্যকায় সীমিত ত্রাণ সহায়তার অনুমতি দেওয়া হলেও জ্বালানি সরবরাহের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এর কারণ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, হামাসের কাছে প্রচুর পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল