২৬ নভেম্বর, ২০২৩ ০৩:১৩

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

অনলাইন ডেস্ক

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

মুক্তিপ্রাপ্ত একজন ইসরায়েলিকে ঘিরে স্বজনদের উদযাপন

আরও ১৩ জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে ১৩ জন ইসরায়েলি এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন।

চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এসে ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক সংগঠনটি জানায়, চুক্তি না মানার কারণে শনিবার দ্বিতীয় দফায় যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তির বিষয়টি স্থগিত করেছে তারা।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, শনিবার ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ৩৯ থেকে ৪২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর