জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, গাজার বাসিন্দাদের ছিটমহলটিতে নিরাপদ কোথাও যাওয়ার জায়গা নেই।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুনরায় সামরিক অভিযান শুরু করার পর বেসামরিক নাগরিকদের দক্ষিণের বেশ কয়েকটি এলাকাসহ উপত্যকার বিস্তীর্ণ অংশ ছেড়ে চলে যেতে বলেছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, যাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের কোথাও নিরাপদ জায়গা নেই এবং বেঁচে থাকার মতো সুযোগ খুব কমই আছে।
জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় ইসরায়েল, হামাস ও অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে পুনরায় শত্রুতা শুরু হওয়ায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, তিনি ইসরায়েলি বাহিনীকে এমন পদক্ষেপ এড়ানোর আহ্বান জানিয়েছেন যা ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতি’কে আরও খারাপ করবে।
বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও জাতিসংঘকর্মীসহ বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো কে সর্বদা সুরক্ষিত রাখতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল