যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, লোহিত সাগরে সাম্প্রতিক হুতি হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি প্রতিরক্ষামন্ত্রীরা টেলিফোনে আলোচনা করেছেন।
প্রিন্স খালিদ বিন সালমান এক পোস্টে বলেছেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও এ অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলেছেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলকারী জাহাজগুলোর প্রতি হুতিদের আগ্রাসন বাণিজ্যের অবাধ প্রবাহ এবং আন্তর্জাতিক শিপিং শিল্পের জন্য ঝুঁকি তৈরি করেছে।
অস্টিন হুতিদের প্রতি ইরানের পরামর্শ, অস্ত্র ও প্রশিক্ষণে ‘বিপজ্জনক ভূমিকার’ কথাও তুলে ধরেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্যিক ট্যাঙ্কারে হুতিদের সাম্প্রতিক হামলার পর এই অঞ্চলে শিপিং লেন এবং নৌচলাচলের স্বাধীনতা রক্ষার জন্য একটি মেরিটাইম টাস্কফোর্সের কাঠামো রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল