ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মান্দেব প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে।
প্রতিরোধ সংগঠন হুথি আনসারুল্লাহর প্রভাবাধীন এই বাহিনীর একটি সূত্র থেকে বৃহস্পতিবার এ তথ্য পাওয়া গেছে।
সূত্রটি বলছে, মালবাহী জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে এটি নির্দেশ অমান্য করে। এ সময় ইয়েমেনের সেনাবাহিনী এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি তাতে আঘাত হানে। এরপর এটিকে আটক করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জাহাজটি ইয়েমেনের বন্দরে নিয়ে যাওয়া হয়।
ইসরায়েলি দৈনিক হারেৎজ, টাইমস অব ইসরায়েল ও মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছিল, লোহিত সাগরে একটি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অবশ্য ইয়েমেনি সূত্র বলছে, ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এরিমধ্যে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এর আগেও ইসরায়েলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরায়েল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
উল্লেখ্য, বাব আল মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সূত্র: পার্সটুডে, প্রেসটিভি
বিডি প্রতিদিন/আজাদ