৫ জানুয়ারি, ২০২৪ ১৭:৩৭

ইরানে হামলাকারীরা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এজেন্ট

অনলাইন ডেস্ক

ইরানে হামলাকারীরা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এজেন্ট

ইসলামিক স্টেট (আইএস) বুধবার ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘আইএসআইএস সন্ত্রাসীরা কেবল আমেরিকা ও ইসরায়েলের এজেন্ট হিসাবে কাজ করেছে।’

সালামি বলেন, ঘৃণ্য ইহুদিবাদী সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। প্রতিদিন ফিলিস্তিনিদের হাতে ২০ জন ইহুদিবাদী সেনা নিহত হচ্ছে। 

ইরাকে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণে বুধবার কেরমান শহরে একটি স্মৃতিসৌধে বোমা হামলায় প্রায় ১০০ জন নিহত হন। ইসলামিক স্টেট (আইএস) বৃহস্পতিবার জানিয়েছে, তাদের দুই সদস্য দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরের কবরস্থানে জড়ো হওয়া জনতার মধ্যে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আমাদের শত্রুরা ইরানের শক্তি দেখতে পায় এবং পুরো বিশ্ব ইরানের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানে। পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বাহিনী স্থান এবং সময় নির্ধারণ করবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর