জর্ডান-সিরিয়া সীমান্তবর্তী আমেরিকার ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় অন্তত ৩৪ মার্কিন সেনা সম্ভাব্য ট্রমাটিক ব্রেইন ইনজুরির শিকার হয়েছে। তাদেরকে ইতোমধ্যে ওই ঘাঁটি থেকে চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
অন্য দুই কর্মকর্তা বলেছেন, আহত মার্কিন সেনাদের কয়েকজনকে চিকিৎসার জন্য ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
জানা গেছে, জর্ডানে আমেরিকার টাওয়ার-২২ নামক সামরিক ঘাঁটির ব্যারাকের কাছে ওই হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত হয়।
ইরান সমর্থিত গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক হামলার দায় স্বীকার করেছে। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ