রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট মার্শাল শাপোশনিকভ দক্ষিণ চীন সাগরে সাবমেরিন বিধ্বংসী মহড়া চালিয়েছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, শত্রুপক্ষের একটি নকল সাবমেরিন শনাক্ত করার পর এবং হেলিকপ্টারের ক্রুদের কাছ থেকে এর স্থানাঙ্ক নিশ্চিত করার পর যুদ্ধজাহাজটি টর্পেডো ও ডেপথ চার্জ নিক্ষেপ করে।
ইন্টারফ্যাক্স জানিয়েছে, রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের যুদ্ধজাহাজের মধ্যে নৌবহরের ফ্ল্যাগশিপ ভারিয়াগ ক্রুজার এবং মার্শাল শাপোশনিকভ ফ্রিগেট রয়েছে। এগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ ‘দীর্ঘ দূরত্বের যাত্রার মধ্যে রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, জাহাজগুলো ২২ জানুয়ারি রাশিয়ার দূরপ্রাচ্যের ভ্লাদিভোস্টক বন্দর ছেড়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল