৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০৫:০৫

মহাকাশে দীর্ঘ সময় থাকার রেকর্ড রুশ নভোচারী কোনোনেঙ্কোর

অনলাইন ডেস্ক

মহাকাশে দীর্ঘ সময় থাকার রেকর্ড রুশ নভোচারী কোনোনেঙ্কোর

রাশিয়ার নভোচারী ওলেগ কোনোনেঙ্কো মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানোর বিশ্ব রেকর্ড গড়ার পথে। 

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ৫৯ বছর বয়সী কোনোনেঙ্কো মস্কোর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার (০৮৩০:০৮ জিএমটি) দিকে সর্বোচ্চ সময় মহাকাশ যাত্রায় রেকর্ড গড়বেন।

তার আগে আরেক রুশ নভোচারী গেনাদি পাদাল্কা পাঁচবারের যাত্রায় মোট ৮৭৮ দিন, ১১ ঘণ্টা, ২৯ মিনিট, ৪৮ সেকেন্ড মহাকাশে থাকার রেকর্ড গড়েছিলেন। 

আর কোনোনেঙ্কো হচ্ছেন, রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশের কমান্ডার। তিনি এবার নিয়ে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রায় আছেন। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর। সেই পর্যন্ত তার মাহাকাশে থাকার সময় দাঁড়াবে মোট ১ হাজার ১১০ দিন।

ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট থেকে জানা যায়, কোনোনেঙ্কো ৩৪ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) জন্য বাছাই করা নভোচারীদের একটি গ্রুপের অংশ হিসাবে প্রশিক্ষণ শুরু করেছিলেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর