পাকিস্তানের জাতীয় নির্বাচনের দু’টি আসন থেকে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের প্রধান নেতা নওয়াজ শরিফ। আনুষ্ঠানিক ফল বলছে, ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনি এলাকা এনএ-১৫ মানসেহরা আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হলেও এনএ-১৩০ (লাহোর ১৪) আসনে জয়ী হয়েছেন নওয়াজ।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনি এলাকা এনএ-১৩০ এর সম্পূর্ণ ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা নওয়াজ শরিফ একটি উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছেন।
ফলে দেখা যায়, ১ লাখ ৭১ হাজার ২৪ ভোট পেয়েছেন নওয়াজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত ড. ইয়াসমিন রশিদ পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৩ ভোট।
এর আগে, ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজয়ের সম্মুখীন হয়েছেন নওয়াজ শরিফ। শাহজাদা গাস্তাসাপ ৭৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর নওয়াজ শরিফ ৬৩ হাজার ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক