পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় মেয়ে মরিয়ম নওয়াজ দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে লাহোরে এনএ-১১৯ আসন থেকে বিজয়ী হন তিনি।
আজ শুক্রবার পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) দেওয়া তথ্য মতে, নিজের আসনে ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়েছেন মরিয়ম। তিনি বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের ২৬৫টিতে ভোট হয়েছে। একটি আসনের প্রার্থী দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ায় ওই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।
সরকার গঠন করতে হলে কোনো দল এককভাবে ১৩৪টি আসনে বিজয়ী হতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল