২০ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৪২

যুদ্ধ থামলেও আগস্টের মধ্যে গাজায় আরও ৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে: রিপোর্ট

অনলাইন ডেস্ক

যুদ্ধ থামলেও আগস্টের মধ্যে গাজায় আরও ৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে: রিপোর্ট

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের স্বাধীন গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় লড়াই এখনই বন্ধ হয়ে গেলেও ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে সৃষ্ট জনস্বাস্থ্য সংকটের কারণে আগামী ছয় মাসে সেখানে আরও প্রায় আট হাজার মানুষ মারা যেতে পারে।

গাজার হাসপাতালগুলো লড়াইয়ের কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং এর ২৩ লাখ বাসিন্দার ৮৫ শতাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। ডায়রিয়ার মতো রোগের পাশাপাশি জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রগুলিতে অপুষ্টির ঘটনা বাড়ছে।

যুক্তরাষ্ট্রের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং জনস হপকিন্স সেন্টার ফর হিউম্যানিটারিয়ান হেলথের শিক্ষাবিদদের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে পরিসংখ্যান এসেছে, আগামী ছয় মাসে গাজায় অতিরিক্ত মৃত্যুর কারণ হতে পারে চলমান সংঘাত।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কারণে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ ইসরায়েলে জনস্বাস্থ্যের অবনতি ঘটেনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর